গুণীজনের বাণী সংগ্রহ-০২

২১)পরনির্ভরশীলতা ও ভীরুতা কাপুরুষতার পরিচায়ক। -উইলিয়াম বাই।

২২)আজীবন যে অন্যের দয়া কুড়িয়ে বেড়ায়, সে কখনও কাউকে দয়া করতে পারেনা। -জেসিয়া কুইন্সী।

২৩)যে কখনও পরাজিত হয়নি সে কখনও বিজয়ী হতে পারেনা।-- হেনরী ওয়াজ।

২৪)তুমি কারও উপকার করতে পারনা সেজন্য দুঃখ করনা। তুমি কারও ক্ষতির চিন্তা করনা তাতেই তোমার পরম সুখ। -মুন্সী মোঃ আবদুল আলীম।

২৫)বুদ্ধি থাকলেই বুদ্ধিমান হওয়া যায়না। যে বুদ্ধিকে কাজে লাগাতে পারে সেই বুদ্ধিমান। -- মোঃ রহমতউল্লাহ।

২৬)যদি সঠিক কর্মসূচী ও গভীর বিশ্বাস থাকে তাহলে শত বাধা সত্ত্বেও জয় সুনিশ্চিত।--ফিদেল ক্যাস্ট্রো।

২৭)জীবনে একবারও দাম্পত্য কলহ হয়নি এমন দম্পতি এ জগতে বিরল, বিরোধের মধ্যেই মানুষকে শান্তি খুঁজে নিতে হয়। --মাইকেল কলিন্স।

২৮)বাতিটার বুকে কষ্ট একটাই সে তার আপন তলদেশটি আলোকিত করতে পারলনা।-মুন্সী মোঃ আবদুল আলীম।

২৯)জাতিকে সঠিক পথে চালনার দিশারী হলো বই।-- শেক্সপীয়ার।

৩০)মানুষকে জানো এবং তাকে মানুষ হিসেবে মর্যাদা দিতে শেখো।-- শেলী।

৩১)গভীর ভালোবাসা কেবল কাছে টানেনা, দূরেও ঠেলে দেয়। --শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৩২)সাফল্যের পেছনে থাকে উদ্যোগ ও নিষ্ঠা।--হেনরী প্যাটারসন।

৩৩)পরিশ্রমী মানুষের ঘুম শান্তিপূর্ণ হয়।--জর্জ হাবার্ট।

৩৪)বিচারের দীর্ঘসূত্রিতা অবিচারের নামান্তর।--ডব্লিউ. এস. লেগুর।

৩৫)ভালোবাসা দাবী করে পাওয়া যায়না, ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করে নিতে হয়।--মোঃ রহমতউল্লাহ।

গুণীজনের বাণী আরো  পড়তে চাইলে নিচের বাটনে  প্রেস করুন.... 


অথবা


আরেগুণীজনের বাণী  পড়তে চাইলে নিচের পৃষ্ঠাসমূহ ক্লিক করুন

০৩, ০৪, ০৫, ০৬,  ০৭, ০৮