গুণীজনের বাণী সংগ্রহ-০৪

    • ভবিষ্যতের চিন্তায় বর্তমান নষ্ট করে দেয়, আবার ভবিষ্যতে নিজের অতীতের উপর কাঁদে।
    • যিনি জিনিয়াস তার ১% অনুপ্রেরণা, বাকি ৯৯% ই তার পরিশ্রমের ফল। - টমাস আলভা এডিসন।
    • যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। - জন এন্ডারসন।
    •  অর্থমন্ত্রী হলেন আইনসম্মত পকেটমার।  - পল রামাদিয়ে
    • যে অনেক কিছু একসঙ্গে আরম্ভ করে, সে কিছুই শেষ করতে পারেনা।  - সি. সিমোন্স.
    • জীবনে পাওয়ার হিসাবকরুন, না পাওয়ার দুঃখ থাকবেনা।  - ডেল কার্নেগী
    • জ্ঞানের একমাত্র উত্‍স হল অভিগ্যতা অর্জন।  - আলবার্ট আইনস্টাইন
    • খন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে যে তুমি কে । আর যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে ।  - বিল গেটস
    • একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না । -জর্জ লিললো
    • যদি আপনি কাউকে ধোঁকা দিতে সক্ষম হন তাহলে ভাববেন না যে সেই মানুষটি বোকা। জেনে রাখুন সেই মানুষটি আপনাকে বিশ্বাস করেছিল যার যোগ্য আপনি ছিলেন না ।।



    আরেগুণীজনের বাণী  পড়তে চাইলে নিচের পৃষ্ঠাসমূহ ক্লিক করুন

     ০৫, ০৬,  ০৭, ০৮