গুণীজনের বাণী সংগ্রহ-০৭


  • আত্মকেন্দ্রীক লোক দ্বারা সমাজের কোন উপকার হয়না।-জর্জ ব্রো।
  • বিপদে অবিচল থাকুন, ধৈর্য ধারণ করুন, সন্ত্রস্ত হবেন না। তাহলেই বিপদ মুক্তির পথে যেতে পারবেন। --ডেল কার্ণেগী।
  • যে আইন জনগণকে সম্পূর্ণ নিরাপত্তা দান করবে সেটাই সর্বোচ্চ আইন।--এরণবুর।
  • সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য। --প্লটাস।
  • যার ধৈর্য আছে সে যা খুশী তাই পেতে পারে।--ফ্রাঙ্কলিন।
  • প্রত্যেকের কথা দৈর্য ধরে শোনা একটি ভালো অভ্যাস।--লুসি লারকম।
  • টাকা ধার দিলে ক্ষতি হয়, টাকা খোয়া যায় নয়তো একজন শত্রু লাভ হয়।--আলবেনীর প্রবাদ।
  • সবচেয়ে পুরাতন এবং প্রসিদ্ধ পাপ হচ্ছে নিয়তির জন্যে অপেক্ষা করে চেষ্টা না করা।--মনটেইজান।
  • আত্মমর্যাদাশালী ব্যক্তিরা কোন পরিস্থিতিতে ধার-কর্জ করেনা।--চার্লস রিড।
  • নম্রতার দ্বারা অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু ব্যয় হয়না কিছুই।--হোমার।



আরেগুণীজনের বাণী  পড়তে চাইলে নিচের পৃষ্ঠাসমূহ ক্লিক করুন

 ০২, ০৩, ০৪, ০৫, ০৬,  ০৭, ০৮