আত্মবিশ্বাস বাড়ানোর উপায় পর্ব:- ১৮
আত্মবিশ্বাসী মানুষেরা যেসব কাজগুলো ভিন্নভাবে করে থাকেন।
পর্ব:-২
১২) চেষ্টা না করে হাল মানতে তাঁরা একেবারেই নারাজ। তাঁরা ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সফল না হন।
১৩) জীবনের সত্য গুলোকে তাঁরা বেশ সহজভাবে গ্রহণ করেন, চোখ বন্ধ করে জীবনযাপনের বোকামি তাঁরা করেন না একদম।
১৪) কোনো বিষয়ে হার মেনে নেয়ার পাত্র তাঁরা নন। তাঁরা চেষ্টা করেন, ব্যর্থ হন, আবার চেষ্টা করেন। কিন্তু হার মেনে বসে থাকেন না। ব্যর্থতাকে তাঁরা ভয় না।
১৫) নিজের কাজের জন্য কারো অনুমতির অপেক্ষা তাঁরা করেন না। যেটা তাঁকে করতে হবে সেটা চট করেই করে ফেলেন।
১৬) তাঁরা পুরনোকে ভেঙেচুড়ে সর্বদা নতুন সৃষ্টিতে মত্ত থাকেন। সৃষ্টি করাই তাঁদের আনন্দ।
১৭) তাঁরা কখনোই হতাশা ও নৈরাশ্যের কথাবার্তা বলেন না। বরং সর্বদাই ইতিবাচক কথাবার্তা ও চিন্তা বিনিময় করেন।
১৮) কোনো ব্যাপারকে তাঁরা মোটেও জটিল করে তোলেন না। বরং জটিল বিষয়কে সহজ করে ফেলার জাদুকরী ক্ষমতা আছে তাঁদের মাঝে।
১৯) তাঁরা কথা দিয়ে কথা রাখেন। তাঁদের বিশ্বস্ততার জুড়ি মেলা ভার।
২০) তাঁরা যা পড়েন বা শোনেন, কখনো সেটা অন্ধভাবে বিশ্বাস করেন না। এক কথায় যাচাই-বাছাই ও নিজস্ব চিন্তাভাবনা ব্যতীত কিছুই তাঁরা বিশ্বাস করেন না।
২১) তাঁরা প্রতিটি কাজ নিখুঁত ভাবে করায় বিশ্বাসী। যেটা করেন খুব ভালোভাবে করেন, নাহলে করেনই না। ততক্ষণ পর্যন্ত কাজটা করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত সেরা না হয়।
২২) উপার্জনের জন্য কাজ তাঁরা করেন না। বরং কাজটাই তাঁদের বেঁচে থাকার আনন্দ।
২৩) তাঁরা কখনো ঘণ্টা পরিমাপ করে কাজ করেন না।
২৪) তাঁরা জীবনের রেসে সর্বদা প্রথম স্থানের জন্য দৌড়ে থাকেন।
২৫) "পারফেক্ট" নয় এমন কোনো কিছু দিয়ে তাঁদেরকে খুশি করা যায় না।