আত্মবিশ্বাস বাড়ানোর উপায় পর্ব:- ১৭
আত্মবিশ্বাসী মানুষেরা যেসব কাজগুলো ভিন্নভাবে করে থাকেন।
পর্ব:-১
১) তারা এমন ভাব মোটেও দেখান না যে পৃথিবীটা তাঁর। বরং এভাবে চলেন যেন পৃথিবীটা কার সেটা নিয়ে তাঁর একদম মাথাব্যথা নেই। তাঁরা কেবল নিজের কাজটার দিকেই মনযোগী হয়ে থাকেন।
২) তাঁরা কখনোই বাহানা তৈরি করেন না, নিজের সাফাইও দেন না। কাজ দিয়ে সকল প্রশ্নের জবাবটা দিয়ে দেন।
৩) তাঁরা আত্মবিশ্বাসী হবার অভিনয় করেন না, বরং আত্মবিশ্বাসকে নিজের ব্যক্তিত্বের অংশ হিসাবে লালন করেন। একটা বিব্রতকর পরিস্থিতিকেও আত্মবিশ্বাস দিয়ে সামলে নিতে পারেন। আর এটাই তাঁদের সাফল্য।
৪) তাঁরা মোটেও বেশি কথা বলার মানুষ নন, বেশি কাজ করার মানুষ।
৫) ভয় নামক আবেগটা তাঁরা একেবারেই বোঝেন না। ভয় বস্তুটা তাঁদের মাঝে প্রবেশই করতে পারে না।
৬) কোনো কাজ করতে গিয়ে অস্বস্তিকর অবস্থাকে তাঁরা মোটেও পাত্তা দেন না। কাজের জন্য যে কোনো স্যাক্রিফাইসের বিষয়টিও খুব সহজে করতে পারেন।
৭) লোকে কী ভাবলো তাঁর সম্পর্কে, সেটা নিয়ে তাঁরা মোটেও চিন্তিত নন।
৮) তাঁরা অন্যের জীবন নিয়ে একদম ভাবেন না, কেননা তাঁরা আশা করেন অন্য কেউও তাঁর ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না।
৯) কোনো সমস্যা সমাধানের আশায় তাঁরা বসে থাকেন না, নিজেই পথ খুঁজে সমাধান করে ফেলেন।
১০) তাঁরা কাউকে প্রথম দর্শনেই বিচার করেন ফেলেন না, আবার নিজেকে কারো সাথে তুলনাও করতে যান না কখনো।
১১) অসম্ভব বলে কোনো কিছু তাঁদের জীবনের তালিকায় নেই। এমন মানুষদের কাছে সবই সম্ভব। নতুন যে কোনো কিছু করতে তাঁরা সর্বদা তৎপর।