১৮৮ : আসসালামু
আলাইকুম। মনের সাহস
বাড়ানোর জন্য কোন আমল
থাকলে দয়া করে
জানাবেন। — Nomaan
hossain :
fjarfim1205@gmail.com
জবাব: ﻭﻋﻠﻴﻜﻢ ﺍﻟﺴﻼﻡ ﻭﺭﺣﻤﺔ ﺍﻟﻠﻪ
প্রিয় প্রশ্নকারী ভাই,
মনের সাহস বা
আত্মবিশ্বাস বাড়াতে
হলে ‘তাওয়াক্কুল’ বা
আল্লাহর উপর ভরসা
বাড়াতে হবে। কেননা
যাবতীয় কাজ আল্লাহর
উপর ভরসা ও তাঁর সাহায্য
ছাড়া অর্জন করা সম্ভব নয়।
এই তাওয়াক্কুলের সুফল
অনেক। তাওয়াক্কুল যত
শক্তিশালী হবে মনের
সাহসও তত বেশি
পরিলক্ষিত হবে। হাসান
বসরি রহ. বলেন, ﺇﻥ ﺗﻮﻛﻞ ﺍﻟﻌﺒﺪ ﻋﻠﻰ
ﺭﺑﻪ ﺃﻥ ﻳﻌﻠﻢ ﺃﻥ ﺍﻟﻠﻪ ﻫﻮ ﺛﻘﺘﻪ
‘মালিকের উপর বান্দার
তাওয়াক্কুলের অর্থ,
আল্লাহই তার নির্ভরতার
স্থান- একথা সে মনে
রাখবে’। (জামেউল উলূম
ওয়াল হিকাম, পৃঃ ৪৩৭)
আল্লাহ তাআলা বলেন,
ﻭَﻣَﻦْ ﻳَﺘَﻮَﻛَّﻞْ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﻓَﻬُﻮَ ﺣَﺴْﺒُﻪُ
‘যে আল্লাহর উপর ভরসা
করে আল্লাহই তার জন্য
যথেষ্ট।’ (সূরা ত্বলাক : ৩)
প্রিয় প্রশ্নকারী ভাই,
পাশাপাশি আপনাকে
কয়েকটি আমল দিচ্ছি,
এগুলোর উসিলায়ও
ইনশাআল্লাহ মনের সাহস
বৃদ্ধি পাবে —
ক) ( ﻟَﺎ ﺣَﻮْﻝَ ﻭَﻟَﺎ ﻗُﻮَّﺓَ ﺇِﻟَّﺎ ﺑِﺎﻟﻠَّﻪِ ) (অর্থ-
কোন উপায়-সামর্থ্য নেই,
কোন শক্তি নেই আল্লাহ
ছাড়া) বেশি করে পড়তে
পারেন। এ বাক্যটির সওয়াব
জান্নাতের জন্য সঞ্চিত
অমূল্য রত্ন; যেমনটি বর্ণিত
হয়েছে সহীহ বুখারী ও
সহীহ মুসলিমে। একই ভাবে
এটি কষ্টসাধ্য দায়িত্ব বহন
ও কঠিন কাজসমূহ আঞ্জাম
দেয়ার ক্ষেত্রে এক
মহৌষধ।
খ) ইয়া-মুহাইমিনু :(হে
রক্ষাকর্তা ও পরম সাহসী)
মাশায়েখগণ বলেন, যে
ব্যক্তি গোসল করে দুই
রাকাত নামাজ পড়ে খাস
দিলে ১০০ বার “ইয়া-
মুহাইমিনু” এই নামটি
পড়বে আল্লাহ তালা তার
মনের ভিতর থেকে সকল
প্রকার ভয় দূর করে দিবেন।
মনে সাহস বৃদ্ধি পাবে।
গ) আবু দাউদে রয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি অসাল্লাম আবু
উমামাকে বলেন, আমি কি
তোমাকে এমন একটি
কালেমা শিক্ষা দেব,
তুমি যখন তা বলবে,
আল্লাহ তোমার দুশ্চিন্তা
দূর করে দেবেন এবং
তোমাকে ঋণ মুক্ত করে
দেবেন। তুমি সকাল-
সন্ধ্যায় বল,
ﺍﻟﻠﻬﻢ ﺇﻧﻲ ﺃﻋﻮﺫ ﺑﻚ ﻣﻦ ﺍﻟﺠُﺒﻦ ﻭﺍﻟﺒﺨﻞ، ﻭﺃﻋﻮﺫ
ﺑﻚ ﻣﻦ ﻏﻠﺒﺔ ﺍﻟﺪﻳﻦ ﻭﻗﻬﺮ ﺍﻟﺮﺟﺎﻝ
তিনি বলেন, আমি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি অসাল্লামের
কথার ওপর আমল করেছি,
আল্লাহ তাআলা আমার
দুশ্চিন্তা দূর করে
দিয়েছেন এবং আমাকে
ঋণ মুক্ত করে দিয়েছেন।
ঘ) তদ্রূপ আল্লাহর জিকির ও
কুরআন তিলাওয়াত করলে
মনের সাহস ও
আত্মবিশ্বাস বৃৃদ্ধি পায়।
আল্লাহ তাআলা বলেন,
ﺃَﻻ ﺑِﺬِﻛْﺮِ ﺍﻟﻠَّﻪِ ﺗَﻄْﻤَﺌِﻦُّ ﺍﻟْﻘُﻠُﻮﺏُ
‘জেনে রাখ, আল্লাহর
স্মরণ দ্বারাই অন্তরসমূহ
প্রশান্ত হয়।’ ( সূরা রাদ :
২৮)
তিনি আরো বলেন,
ﺇِﻧَّﻤَﺎ ﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺇِﺫَﺍ ﺫُﻛِﺮَ ﺍﻟﻠَّﻪُ ﻭَﺟِﻠَﺖْ
ﻗُﻠُﻮﺑُﻬُﻢْ ﻭَﺇِﺫَﺍ ﺗُﻠِﻴَﺖْ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﺁﻳَﺎﺗُﻪُ ﺯَﺍﺩَﺗْﻬُﻢْ ﺇِﻳﻤَﺎﻧًﺎ
ﻭَﻋَﻠَﻰ ﺭَﺑِّﻬِﻢْ ﻳَﺘَﻮَﻛَّﻠُﻮﻥَ
‘মুমিন তো তারা, যাদের
অন্তরসমূহ কেঁপে উঠে যখন
আল্লাহকে স্মরণ করা হয়।
আর যখন তাদের ওপর তার
আয়াতসমূহ পাঠ করা হয়
তখন তা তাদের ঈমান
বৃদ্ধি করে এবং তারা
তাদের রবের ওপরই ভরসা
করে।’ (সূরা আনফাল : ২)
ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﺑﺎﻟﺼﻮﺍﺏ
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের
কোব্বাদী
text গুলো index এর নিচে load হবে link press করার পর। ..................... কখন বুঝবে একটা দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে? যখন দেখবে- দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গেছে, ধনীরা কৃপণ হয়ে গেছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে এবং শাসকরা মিথ্যা কথা বলছে।’ -হজরত আলী (রা.)
- about blogger
- garments jobs 1
- good morning sms
- self confidence
- ইসলামী সঙ্গীত
- উইলিয়াম শেকসপিয়রের রচনাসমগ্র
- উপন্যাস
- কাজী নজরুল ইসলাম
- কাজী নজরুলের বাংলা কবিতা
- গাছন্ত ঔষধ
- গুণীজনের বাণী সংগ্রহ
- চিন্তা ভাবনা
- জীবনানন্দ দাশের কবিতা ও অন্যান্য রচনাসমগ্র
- তালিবে ইলম
- দৈনন্দিন টিপস্
- নষ্ট সমাজ
- নারী
- পড়ালেখা
- বাংলালিরিক সংগ্রহ
- বিখ্যাতদের জীবনী
- বুদ্ধি বৃদ্ধির উপায়
- মনটাকে কাজ দিন
- মাওলনা জালাল উদ্দীন রুমীর বাণী
- রবীন্দ্রনাথ ঠাকুর
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- শিক্ষণীয় গল্প
- শেখ সাদীর গল্প
- সাহস বাড়ানোর উপায়