প্রেম ও ভালোবাসার
বাণীসমূহ
Exit
পর্ব-৮
♥♥আমি তোমাদের ভালোবাসায় না গিয়ে যুদ্ধে যাওয়ার পরামর্শ দিচ্ছি, কারন যুদ্ধে তুমি হয় বাঁচবে না হয় মরবে, কিন্তু ভালোবাসলে না পারবে বাঁচতে না পারবে মরতে।
→আডলফ হিটলার
♥♥বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়।
→শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
♥♥প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।
→স্পুট হাসসুন
♥♥ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।
→জর্জ চ্যাপম্যান
♥♥ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।
→হ্যাভনক এলিস
♥♥কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।
→কনফুসিয়াস
♥♥তুমি তা জানো না কিছু, না জানিলে- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক’রে! যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ‘পরে শুয়ে রবে?
→জীবনানন্দ দাশ
♥♥ভালবাসা হৃদয়ের দরজা মুহুর্তেই খুলে দেয়।
→টমাস মিল্টন
♥♥ভালবাসা হচ্ছে জীবনের বন্ধু।
→জেমস হাওয়েল
♥♥ভালবাসার নদীতে জোয়ার ভাটা আছে।
→জন হে
♥♥আমার ধর্ম কোন ভোগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। আমার ধর্মের ভিত্তি হল ভালবাসা এবং অহিংসা।
→মহাত্মা গান্ধী
♥♥ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই।
→কাজী নজরুল ইসলাম
→আডলফ হিটলার
♥♥বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়।
→শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
♥♥প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।
→স্পুট হাসসুন
♥♥ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।
→জর্জ চ্যাপম্যান
♥♥ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।
→হ্যাভনক এলিস
♥♥কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।
→কনফুসিয়াস
♥♥তুমি তা জানো না কিছু, না জানিলে- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক’রে! যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ‘পরে শুয়ে রবে?
→জীবনানন্দ দাশ
♥♥ভালবাসা হৃদয়ের দরজা মুহুর্তেই খুলে দেয়।
→টমাস মিল্টন
♥♥ভালবাসা হচ্ছে জীবনের বন্ধু।
→জেমস হাওয়েল
♥♥ভালবাসার নদীতে জোয়ার ভাটা আছে।
→জন হে
♥♥আমার ধর্ম কোন ভোগোলিক সীমার মধ্যে আবদ্ধ নেই। আমার ধর্মের ভিত্তি হল ভালবাসা এবং অহিংসা।
→মহাত্মা গান্ধী
♥♥ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই।
→কাজী নজরুল ইসলাম