বহেড়ার গুণাবলী

এই আধুনিক যুগেও ভেষজ চিকিৎসায় বহেড়ার অবদান অতুলনীয়-
১। বহেড়া বিচির শাঁসের তেল বের করে শ্বেতীর উপর লাগালে গায়ের রং অল্প দিনের মধ্যেই স্বাভাবিক হয়।
২। বহেড়া বিচির শাঁস অল্প পানিতে মিহি করে বেটে চন্দনের মতো টাকে লাগালে, টাক সেরে যায়।
১। বহেড়া বিচির শাঁসের তেল বের করে শ্বেতীর উপর লাগালে গায়ের রং অল্প দিনের মধ্যেই স্বাভাবিক হয়।
২। বহেড়া বিচির শাঁস অল্প পানিতে মিহি করে বেটে চন্দনের মতো টাকে লাগালে, টাক সেরে যায়।
৩। ইন্দ্রিয়-দৌর্বল্য রোগ থেকে মুক্তি পেতে হলে রোজ দুটি করে বহেড়া বিচির শাঁস খেতে পারেন।
৪। আধা চা-চামচ বহেড়া চূর্ণকরে তার সাথে গরম ঘি ও মধু মিশিয়ে খেলে শ্লেমায় উপকার পাওয়া যায়।
৫। শরীরের কোথাও কোন ফুলো কমানোর জন্য বহেড়ার বিচি বাদ দিয়ে, ছাল বেটে একটু গরম করে শরীরের ফুলোয় প্রলেপ দিলে ফুলো কমে যায়।
৬। সাদা বা রক্ত যে কোন আমাশয়ে প্রতিদিন সকালে পানির সাথে বহেড়া চূর্ণ খেলে উপকার পাওয়া যায়।