মার্চেন্ডাইজিং
ক্যারিয়ার হিসাবে মার্চেন্ডাইজিং
RMG সেক্টরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় ক্ষেত্রটির নাম হলো মার্চেন্ডাইজিং। মান-মর্যাদা, দায়িত্বশীলতা ও ভাল ক্যারিয়ার growth-এর জন্য এই পেশাকে RMG সেক্টরের প্রাণ হিসেবে বিবেচনা করা হয়। একজন মার্চেন্ডাইজার সাধারণত গার্মেন্টস ফ্যাক্টরির/ liaison Office/ বায়িং হাউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করে থাকে। তাকে উক্ত প্রতিষ্ঠানের প্রায় সকল ডিপার্টমেন্টের সাথে সমন্বয় রেখে কাজ করতে হয়। সাধারণত Product Development থেকে শুরু করে sampling, costing, planning, communication, coordination এবং sourcing-এর কাজগুলো ধাপে ধাপে ও Parallel-এ করতে হয়। এক কথায় বলতে গেলে, একটি অর্ডারকে বাস্তবায়নে যা যা করণীয় তা একজন মার্চেন্ডাইজারই সম্পাদন করে থাকে।RMG সেক্টরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় ক্ষেত্রটির নাম হলো মার্চেন্ডাইজিং। মান-মর্যাদা, দায়িত্বশীলতা ও ভাল ক্যারিয়ার growth-এর জন্য এই পেশাকে RMG সেক্টরের প্রাণ হিসেবে বিবেচনা করা হয়। একজন মার্চেন্ডাইজার সাধারণত গার্মেন্টস ফ্যাক্টরির/ liaison Office/ বায়িং হাউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করে থাকে। তাকে উক্ত প্রতিষ্ঠানের প্রায় সকল ডিপার্টমেন্টের সাথে সমন্বয় রেখে কাজ করতে হয়। সাধারণত Product Development থেকে শুরু করে sampling, costing, planning, communication, coordination এবং sourcing-এর কাজগুলো ধাপে ধাপে ও Parallel-এ করতে হয়। এক কথায় বলতে গেলে, একটি অর্ডারকে বাস্তবায়নে যা যা করণীয় তা একজন মার্চেন্ডাইজারই সম্পাদন করে থাকে।
ক্যারিয়ারের প্রাথমিক অবস্থায় একজন মার্চেন্ডাইজার গার্মেন্টস ফ্যাক্টরিতে Management Trainee অথবা Intern হিসেবে কাজ শুরু করে। সেক্ষেত্রে একজন Management Trainee-র প্রারম্ভিক বেতন ১০-১৫ হাজার টাকা হয়ে থেকে। এবং ২-৩ বছর পর অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বহুজাতিক প্রতিষ্ঠানের liaison office এ উচ্চবেতনে চাকরী করতে পারে। এক্ষেত্রে অভিজ্ঞতার পরিধি বৃদ্ধির সাথে সাথে বেতন ও অতি দ্রুত বেড়ে যায়। একজন মার্চেন্ডাইজারকে অবশ্যই স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হয়।NIFT, BGMEA Institute of Fashion Technology, Shanto-Mariam University of Creative Technology (SMUCT) সহ আরো কিছু প্রতিষ্ঠান মার্চেন্ডাইজিং এর উপর স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি বিভিন্ন মেয়াদী diploma courses এর ব্যবস্থা করে থাকে। সাধারন স্নাতক ডিগ্রীর পাশা-পাশি এসব প্রতিষ্ঠান থেকে একটি ডিপ্লোমা করে থাকলে একটা ভালো চাকরি পাওয়া খুব সহজ হয়ে যায়।
মার্চেন্ডাইজিং জবের খুঁটিনাটি কিছু বিষয়
১. বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের Most Expected job হলো মার্চেন্ডাইজিং টেক্সটাইল জব এর মধ্যে মার্চেন্ডাজিং এর কাজের পরিবেশ ভালো ।
২. মার্চেন্ডাজিং নন টেকনিক্যাল জব, এটি পিউর টেক্সটাইল এর আওতাভুক্ত নয়।
৩. ফেক্টরির সবচেয়ে দাপুটে চাকুরী তাদের এবং তাদের পরপরি আছে মার্কেটিং ।
৪. এরা অর্ডার এক্সিকিউশন টু ডেলিভারি টোটাল ফলোয়াপ করে করা একজন মার্চেন্ডাইজার এর কাজ ।
৫. মার্চেন্ডাজিং পোস্ট ট্রেইনি মার্চেন্ডাইজার দিয়ে শুরু শেষ মার্চেন্ডাজিং GM দিয়ে ।
৬. জুনিয়র মার্চেন্ডাইজার মার্চেন্ডাজিং গ্রুপ এর অলিখিত পিয়ন । তার দৌড়া দোউড়ি সবচেয়ে বেশি করতে হয়। তবে যারা এই কাজটি করতে পারে তারাই দ্রুত উপরে উঠতে পারে। এতে বিরক্তির কারন নেই নিজ হাতে কাজ না করলে কাজ দ্রুত আয়ত্বে আসে না।
৭. মার্চেন্ডাজিং এ টিম এবং বায়ার ভিত্তিক কাজ করতে হয়। ভালো বায়ার এর কাজ করলে কোয়ালিটি দ্রুত ডেভলপ করে।
৮. যার বায়ার ভালো মার্কেটে তার ডিমান্ড ভালো, যেমন আপনি যদি H&M Expart হন তবে অন্য ফেক্টরি আপনাকে এই বায়ার দেখার জন্য ডেকে নেবে।
৯. পদবী : মার্চেন্ডাজিং ম্যানেজার > সিনিয়র মার্চেন্ডাইজার > মার্চেন্ডাইজার > এসিসটেন্ট মার্চেন্ডাইজার > ট্রেইনি মার্চেন্ডাইজার।
১০. ফেক্টরির মার্চেন্ডাইজার রা দুই ভাগে বিভক্ত একদল বসে হেড অফিসে বসে আরেক দল ফেক্টরিতে বসে।
১১. ফেক্টরির মার্চেন্ডাজিং জবকে সরকারী জব জব বলে গন্য করা হয়।
১২. ফেক্টরির মার্চেন্ডাজিং জবের জন্য আপনার টেকনিক্যাল জ্ঞান থাকুক না না থাকুক আপনার ইংরেজি দক্ষতা, কম্পিউটার দক্ষতা, ইমেইল এর দক্ষতা ১০০-১০০ থাকা চাই। তবে টেকনিকাল নলেজ আপনাকে অনেক বিপদের হাত থেকে বাচাবে এবং ডিসিশন নিতে সাহায্য করবে।
১৩. ফেক্টরির প্রচলিত কথা অনুযায়ী মার্চেন্ডাইজার দের আত্নীয়দের জামা কাপড় এর অভাব হয় না।
১৪. মার্চেন্ডাইজার দের বাড়তি ইনকাম সোর্স হলো ফেক্টরির প্রডাক্ট, আর বিভিন্ন সাপ্লাইয়াদের কাছ থেকে পাওয়া সম্মানী। মার্চেন্ডাইজার দের কাছে সাপ্লাইয়ার বাছাই করার অপশন থাকে।
১৫. মার্চেন্ডাইজার দের সেড, কম্পোজিশন, কন্সট্রাকশন, কনজামশন এবং কোয়ালিটির ব্যাপারে সচেতন থাকতে হয় ।
১৬. ফেক্টরি মার্চেন্ডাইজাররা হেড অফিস মার্চেন্ডাইজার দের তুলনায় দ্রুত কাজ শেখে।
১৭. মার্চেন্ডাইজারদের জন্য সপ্নের জব হলো ফরেন বায়ারদের লিয়াজু বাইং হাউস এর জব ।
১৮. মার্চেন্ডাজিংয়ে ভালো করে নন টেকনিক্যাল লোক কারন তাদের ধর্য আছে টেকনিকাল লোকজন টিকেথাকলে এই সেক্টরে ভালো করবেন ।
১৯. মার্চেন্ডাইজার গন ফেক্টরির ট্রান্সপোর্ট, নাস্তা, ডরমিটরি পায়।
২০. ফোনে প্যাঁচাল পাড়ার অভ্যাস থাকলে আপনি মার্চেন্ডাইজার হিসেবে ফিট কারন মার্চেন্ডাইজার দের দিনের অর্ধেক সময় ফোনে আর ইমেইলে পার করে দিতে হয়।
২১. মার্চেন্ডাজিং এর জন্য ফেক্টরির প্রিফারেবল মেজর হলো গার্মেন্টস তবে ডাইং এর স্টুডেন্ট রা ভালো করেন ।
২২. একটু রুক্ষ মেজার এর লোক ভালো মার্চেন্ডাইজার হতে পারেন।
২৩. ডাইং এর জন্য ডাইং জানা যথেষ্ট, গার্মেন্টস এর জন্য গার্মেন্টস জানা যথেষ্ট, ফেব্রিক এর জন্য ফেব্রিক জানা যথেষ্ট কিন্ত আপনি যদি মার্চেন্ডাইজার হতে চান তবে আপনাকে পুরু টেক্সটাইল ( ইয়ার্ন টু শিপমেন্ট ) জানাতে হবে।
২৪. ফরেন বাইং হাউসে জব এর জন্য আপনাকে ৩ বছর এর ফেক্টরির অভিজ্ঞতা লাগবে।
২৫. মার্চেন্ডাজিং এর ঢুকতে হলে আগে প্রডাকশন বা কোয়ালিটিতে জব করুন এতে আপনার কাজ বুঝতে সুবিধে হবে।
২৬. শিপমেন্ট এর সময় ডিউটি ডিউরেশন না, জব টার্গেট বেসিস কাজ থাকলে করতে হবে মাপ নেই।
২৭. মার্চেন্ডাজিং জব জেনারেল শিফট এতে শিফটিং নেই।
২৯. মার্চেন্ডাজিং ২ প্রকার ফ্যাশন মার্চেন্ডাজিং, ভিজ্যুয়াল মার্চেন্ডাজিং।
৩০. ওভেন, নীট, স্যুয়েটার মার্চেন্ডাজিং এ কাজ করতে পারেন।