বেশি বেশি বই পড়ুন

বেশি বেশি বই পড়ুন

বুদ্ধিতে ধার দিতে বই পড়ার বিকল্প নেই। বই, পত্রিকা, ম্যাগাজিন, ফিকশন, নন-ফিকশন যে কোন কিছুই পড়তে পারেন। রাস্তায় জ্যামে সময় নষ্ট না করে বই পড়ুন। অথবা ঘুমাতে যাওয়ার আগেও কিছুক্ষণ করে বই পড়তে পারেন। নিয়মিত বইপত্র পড়লে আপনার বুদ্ধির বিকাশের পাশাপাশি দ্রুত পড়া ও বোঝার অভ্যাস হবে।

সাসপেন্স সমৃদ্ধ জনপ্রিয় ফিকশন বই পড়তে অনেকেই পছন্দ করেন। তবে এধরনের বই পড়ে মস্তিষ্কের কোনও উন্নতি হয় না। অর্থাৎ এধরনের গল্প মাথার কোশকে উদ্দীপিত করার ক্ষমতা রাখে না। তাই নিজের চিন্তাধারা ও লেখনি শক্তি বৃদ্ধি করতে চাইলে এমন কিছু বই বেছে নিতে হবে যেটা আপনাকে আরও ফোকাসড্ হতে সাহায্য করবে। ক্লাসিক কোনও উপন্যাস পঠনপাঠনের মাধ্যমে অনেক সময় পালটে যেতে পারে পৃথিবী সন্বন্ধে আপনার ধারনা। যা আপনাকে আরও সমৃদ্ধ করবে। তাই নিছক পড়ার জন্যও বই বাছুন বুঝেশুনে।