পৃথিবীর জানা অজানা তথ্য ১

পৃথিবীর জানা
অজানা তথ্য ১
পৃথিবী আমাদের বাসভূমি। এর কোথায় কি হচ্ছে না হচ্ছে তার কতখানি আমরা জানি? সবচে জ্ঞানী মানুষের জানার পরিমাণও এই পৃথিবীর জানা অজানা তথ্যের তুলনায় অতি সামান্য। তাই জানার চেষ্টা চালিয়ে যাওয়া খুব জরুরি। আসুন জেনে নেই ইন্টারনেট ও পত্রিকা থেকে পাওয়া বেশ কিছু জানা অজানা তথ্য।

পৃথিবীর মানুষের মোট ওজোন, পৃথিবীর পিপড়ার মোট ওজোনের সমান।

আইনষ্টাইনের মতে, পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে, ৪ বছরের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে।

হার্টের চাপকে কাজে লাগিয়ে রক্তকে নিক্ষেপ করা হলে তা ৯ মিটার(২৭ ফুট) দূরত্ব অতিক্রম করবে।

আলেকজান্ডার দি গ্রেট এর সৈন্যদের ক্লিনসেভ করা বাধ্যতামুলক ছিল, যাতে শত্রুপক্ষ দাড়ি পাকড়াও করে শিরচ্ছেদ করতে না পারে।

নাকের ২টা ছিদ্রই যদি বন্ধ থাকে, তাহলে আপনি হাই তুলতে পারবেন না।

দীর্ঘশব্দভীতি এর ইংরেজি – “Hippopotomonstrosesquippedaliophobia”.

মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি।

“Four(4)” হল একমাত্র সংখ্যা যার “অক্ষর সংখ্যা” এবং “মান” সমান।

জেলীফিশ সূর্যের তাপে বাস্পীভূত হয়ে যায়। এর দেহের ৯৮% পানি।

প্রজাপতি তার পা দিয়ে স্বাদ গ্রহন করে।

রুবিক্স কিউবের সম্ভাব্য কম্বিনেশন হতে পারে ৪৩,২৫২,০০৩,২৭৪,৪৮৯,৮৫৬,০০০ টি। (৬টা সাইড বা কালার, ৬X৯=৫৪ টা স্কয়ার)।

লটারি জেতার সম্ভাবনার চেয়ে লটারির টিকিট কিনতে যাওয়ার সময় মারা যাওয়ার সম্ভাবনা বেশি।

“Anatidaephobia” হল একটি রোগ যার রোগী মনে করে, পৃথিবীর কোথাও ১টা হাঁস আমাকে দেখছে।

ফিলিপিন্স দ্বীপপুঞ্জের লুজন দ্বীপে ১টা লেক আছে, যাতে আরেকটা দ্বীপ আছে। এই দ্বীপে আবার ১টা লেক আছে যাতে আছে আরেকটা দ্বীপ!!!।

লিওনার্দো দা ভিঞ্চি এর ‘মোনালিসা এর কোনো ভ্রু নেই।

বাজারে যে বারবি পুতুল পাওয়া যায়,তার পুরো নাম হলো বারবারা মিলিসেন্ট রবার্টস।

পিঁপড়েরা কখনো ঘুমায় না।

জন্মের পর থেকে আমাদের চোখের আকার সমান থাকে কিন্তু নাক কান বড় হয়।

চাঁদ যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন সামান্য হ্রাস পায়।

টেলিফোনের জনক আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা তার স্ত্রীকে ফোন করেননি। কেননা তারা দুজনেই বধির ছিলেন।

একটি উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।

হাতি একমাত্র প্রাণী যে কিনা বেচারা লাফাতে পারে না।

চোখ খোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না।

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার এর মাঝে। যুদ্ধ শুরুর ৫ মিনিট এর মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে ।

শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।

মরুভূমির উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।

নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।

পাকস্থলীকে প্রতি দুই সপ্তাহের মাঝে নতুন শ্লেষ্মার আবরণ তৈরি করতে হয়। নাহলে তা নিজে নিজেকে হজম করে ফেলতো

হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।

অস্কার পুরস্কার যে ধাতুর তৈরি,তা দুর্লভ হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্লাস্টারের অস্কার পুরস্কার দেয়া হত।

কুকুর আর বিড়ালও মানুষের মত ডানহাতি কিংবা বাহাতি হয়ে থাকে।

মারামারি দৃশ্য ধারণের সময় ব্রুস লি এর হাত পায়ের চালনা এতটাই দ্রুত ছিল যে, ছবি নির্মাতাদের সেই দৃশ্য ধীর গতিতে রূপান্তর করা লাগত।

বাদুড় গুহা থেকে বের হবার সময় বাম দিকে মোড় নেয়।

শুক্র একমাত্র গ্রহ,যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরে।

মধু একমাত্র খাবার,যা কখনো নষ্ট হয় না।

ভূমিকম্প হবার সময়কালে সেখানে মথ উড়তে পারে না।

আঙুলের ছাপের মতন প্রত্যেক মানুষের জিহ্বার ছাপও ভিন্ন হয়।

ঝামা পাথর হল একমাত্র পাথর,যা অনেক সময় পানির উপর ভাসে।

প্রাকৃতিক মুক্তা ভিনেগারের মাঝে গলে যায়।

মানব মস্তিষ্কের ৮০ ভাগই হল পানি।

মানুষের হাতের নখ পায়ের নখের তুলনায় ৪ গুণ দ্রুত বাড়ে।

১১১,১১১,১১১ X ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১

সিগারেটের লাইটার, ম্যাচ আবিষ্কারের পূর্বে আবিষ্কৃত হয়েছিল।

ডলফিন একই সময়ে ঘুমাতে আর সাঁতার কাটতে পারে।

"level" শব্দটির অক্ষর গুলো উল্টে দিলেও তা একই থাকবে!!

"গ্রহরাজ" হিসেবে পরিচিত "বৃহস্পতি" গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০ গুন বড়!!

‘রিভার ডি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী!!

৯৯% লোকই যখন তাদের পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখুনি সে পুরো পাসোয়ার্ড ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায় টাইপ করে!!

DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল মাত্র ১৯ বছর বয়সে ১০০০ ডলার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন!!

E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।

অগাস্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি?? অর্থাৎ, বিশ্বে অগাস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়!!

অজগর একটি শিকারকে হত্যার পর সেটি পুরোটুকু গিলে ফেলে!! বাদ দেয় না এক কানাকড়ি অংশ!!

অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়।

অনলাইনে প্রতি মিনিটে পর্নো দেখে প্রায় ২০ লাখ মানুষ!!

অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায় যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে!!

অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না!! কারণ এটা আইনবিরোধী!! কিন্তু সিগারেট খেতে/টানতে পারবে!! এতে কোনো বাধা নেই!!

অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে)বরফের টুকরাটি কতো মোটা জানেন?? ৩ মাইল!!

আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও খ্রীস্টের জন্মের ২০০০ বছর আগে।

আপনার শরীরে যে পরিমান কার্বন আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে!!

আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।

আপনি জানেন কি, ফ্রেন্স ফ্রাইের আসল জন্মস্থান ফ্রান্সে নয়, বরং বেলজিয়ামে??

আপনি জানেন কি, ভারতে অন্য যেকোনো দেশের চেয়ে বেশি সংখ্যক পোস্ট অফিস রয়েছে।

আপনি জানেন কি, সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়?? কতো বেশি জানেন?? গড়ে প্রতিজন খায় বছরে প্রায় ১০ কেজি করে!!

আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীরআক্রমনের চেয়ে জলহস্তীর আক্রমনে বছরে বেশি মানুষ মারা যায়!!

আফ্রিকান সিসাডা মাছি (cicada fly) ১৭ বছর ঘুমিয়ে কাটায়!! ঘুম ভাঙার পর এরা মাত্র ২ সপ্তাহ বেচে থাকে!! সেই সময়ে এদের প্রধান কাজ হলো বংশবৃদ্ধিতে অংশগ্রহন!!