১
সাগর-নদী আর পাহাড়-বনে
পাখিদের গুন-গুন-গুঞ্জরণে
ভেসে আসে ওই সুমধুর তান
চারিদিকে শোন আল্লাহর জয়গান
আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান
শোন তুমি মন দিয়ে কোকিলের সুর
শুনতে লাগছে দেখো কত-না-মধুর
মিষ্টি-মিষ্টি ওই দোয়েলের গান
রয়েছে তাহাতে কী সুধা অফুরান
কোথা পেলো তাহারা এ-সুর অম্লান
জবাব পাবে, দিলো খোদা মহীয়ান
আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান
বলো যদি আকাশের ও-চাঁদ-তারা
কোথা পেলে স্নিগ্ধ এ জোছোনা-ধারা
সূর্যকে বলো যদি কোথা পেলে আলো
রাত্রী হলো কেন নিকষ কালো
কোথা পেলো মানব এক জীবন বিধান
জবাব একটা; সব-ই আল্লাহর দান
আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান .
২
পাখিরা যায় উড়ে যায়
আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায়
সাগরের ঐ মোহনায় x2
(পাখ পাখালী সাগর নদী x2)
কার গুন গান গায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2
দূর আকাশের অসীম নীলে
শাপলা শালুক ভরা ঝিলে x2
কার সুষমা কার মহিমা
লুকিয়ে আছে হায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2
মাঠ ভরা ঐ সবুজ মায়ায়
বিজন ঘাটে বটের ছায়ায় x2
কোন কারিগর কোন মনোহর
হাত বুলিয়ে যায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2
ঐ পাহাড়ের নিরবতায়
ঝর্না ধারায় চপলতায় x2
হে রহমান আল্লাহ মহান
তোমায় দেখা যায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2
পাখিরা যায় উড়ে যায়
আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায়
সাগরের ঐ মোহনায়
(পাখ পাখালী সাগর নদীx2)
কার গুন গান গায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x৩
তপ্ত মরুর বুকে শীতল সমীরনে
আগমন হলো রাসুলের
যাহারী পরশতে শান্তি এলো যার
পরাজয় হলো বাতিলের।
জুলুমাত বদ্ধ মানুষ খুঁজে পেলো
আলোকিত শান্তির নীড়
শোষিত মানুষ পেলো সুখের ঠিকানা
কুলহারা মাঝি পেলো তীর।
মানবতার মাঝে জেগেছে আশা
ঐ হেরার আলো কোরানের।
ঐ আকাশে সুর্য জেগেছে
আধাঁর পরাভুত
মিথ্যার কালেমা মোচন করে আজ
সত্য সমাগত।
রাসুলের পদভারে জামিন সরে
কোন সে মায়াবী পথিক
সুরভী ছড়ায় ফুল
পাখির মিষ্টি সুর
পৃথিবীর দিক বিদিকে।
তামাম জাহান জুড়ে বইছে হাওয়া
ঐ আরবে রাসুল আমিনের।
৩
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর x2
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে x2
তুমি আছো বুকের গভীর
গহিন ভিতর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান x2
তোমার পথে চলি যেনো
সারাটি জীবন ভর
(আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর x2)
৪
জনতা সাগরে বলে যেতে চাই
মুমিনের কোনোদিন পরাজয় নাই x2
সুদিনের স্বপ্ন ভেঙ্গে গেলে ক্লান্তিতে
স্বপ্নের সমাধীতে সুরে শান্তিতে x2
এই পথে মুক্তির জানি কোনো আশা নাই x2
(Chorus)
আমাদের সামনে যে সীমাহীন পথ চলা
সুদুরের মাঞ্জিল যাত্রা
সাহস আর শক্তিতে বলীয়ান হওয়া চাই
চাই জীবনের নয়া মাত্রা
পৃথীবির এইটুকু জয় পরাজয়
সফলতা ব্যর্থতা শেষ কথা নয় x2
আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই x2
হে রাসুল.........
বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সূতোয় তুমি
জানিনা গোপনে
কেমন করে
হৃদয়ে গড়েছো প্রেমের বলয়
তোমারি নামে আনন্দে দুলি
তোমারি নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামে তে
খোদারও পরশে যে নাম আরশে
নাম মুহাম্মাদ শুধু মধুময়
স্বার্থবিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামাত
তুমি যে প্রাণের অধিক
তুমি প্রিয়তম আমিনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবি অন্ধকার
থাকিতে দেহে প্রাণ
তোমারি সম্মান
দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়.....
৫
আল্লাহকে যারা বেসেছে ভালো
দু:খ কি আর তাদের থাকতে পারে
যারা লয়েছে মুখে কোরানের বাণী
হতাশা কি আর তাদের থাকতে পারে।।
সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে
জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে
জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে
দুঃখ কি আর .........
মায়ের আদর বোনের হাসি
সংসার সুখ প্রিয়ার ও মুখ
সব ছেড়ে চলে অজানার পথে
শত বেদনার স্মৃতি বয়ে যায়
মুখে যোদ্ধার হাসি
জীবন বাজি রেখেছে যে তারা মরন দিয়েও সুখ
আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ
শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে
দুঃখ কি আর .........
-চৌধুরী গোলাম মাওলা-
৬
সাগর-নদী আর পাহাড়-বনে
পাখিদের গুন-গুন-গুঞ্জরণে
ভেসে আসে ওই সুমধুর তান
চারিদিকে শোন আল্লাহর জয়গান
আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান
শোন তুমি মন দিয়ে কোকিলের সুর
শুনতে লাগছে দেখো কত-না-মধুর
মিষ্টি-মিষ্টি ওই দোয়েলের গান
রয়েছে তাহাতে কী সুধা অফুরান
কোথা পেলো তাহারা এ-সুর অম্লান
জবাব পাবে, দিলো খোদা মহীয়ান
আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান
বলো যদি আকাশের ও-চাঁদ-তারা
কোথা পেলে স্নিগ্ধ এ জোছোনা-ধারা
সূর্যকে বলো যদি কোথা পেলে আলো
রাত্রী হলো কেন নিকষ কালো
কোথা পেলো মানব এক জীবন বিধান
জবাব একটা; সব-ই আল্লাহর দান
আল্লাহ মহান-আল্লাহ মহান
আল্লাহ মহান-আল্লাহ মহান .
২
পাখিরা যায় উড়ে যায়
আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায়
সাগরের ঐ মোহনায় x2
(পাখ পাখালী সাগর নদী x2)
কার গুন গান গায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2
দূর আকাশের অসীম নীলে
শাপলা শালুক ভরা ঝিলে x2
কার সুষমা কার মহিমা
লুকিয়ে আছে হায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2
মাঠ ভরা ঐ সবুজ মায়ায়
বিজন ঘাটে বটের ছায়ায় x2
কোন কারিগর কোন মনোহর
হাত বুলিয়ে যায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2
ঐ পাহাড়ের নিরবতায়
ঝর্না ধারায় চপলতায় x2
হে রহমান আল্লাহ মহান
তোমায় দেখা যায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x2
পাখিরা যায় উড়ে যায়
আকাশের ঐ নীলিমায়
নদীরা যায় বয়ে যায়
সাগরের ঐ মোহনায়
(পাখ পাখালী সাগর নদীx2)
কার গুন গান গায়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লার গুন গান গায় x৩
তপ্ত মরুর বুকে শীতল সমীরনে
আগমন হলো রাসুলের
যাহারী পরশতে শান্তি এলো যার
পরাজয় হলো বাতিলের।
জুলুমাত বদ্ধ মানুষ খুঁজে পেলো
আলোকিত শান্তির নীড়
শোষিত মানুষ পেলো সুখের ঠিকানা
কুলহারা মাঝি পেলো তীর।
মানবতার মাঝে জেগেছে আশা
ঐ হেরার আলো কোরানের।
ঐ আকাশে সুর্য জেগেছে
আধাঁর পরাভুত
মিথ্যার কালেমা মোচন করে আজ
সত্য সমাগত।
রাসুলের পদভারে জামিন সরে
কোন সে মায়াবী পথিক
সুরভী ছড়ায় ফুল
পাখির মিষ্টি সুর
পৃথিবীর দিক বিদিকে।
তামাম জাহান জুড়ে বইছে হাওয়া
ঐ আরবে রাসুল আমিনের।
৩
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর x2
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে x2
তুমি আছো বুকের গভীর
গহিন ভিতর
আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর
আল্লাহ তুমি অপরুপ
এই দুনিয়ার মালিক তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান x2
তোমার পথে চলি যেনো
সারাটি জীবন ভর
(আল্লাহ তুমি অপরুপ
না জানি কতো সুন্দর
তোমায় আমি সপেছি প্রান
সপেছি এই অন্তর x2)
৪
জনতা সাগরে বলে যেতে চাই
মুমিনের কোনোদিন পরাজয় নাই x2
সুদিনের স্বপ্ন ভেঙ্গে গেলে ক্লান্তিতে
স্বপ্নের সমাধীতে সুরে শান্তিতে x2
এই পথে মুক্তির জানি কোনো আশা নাই x2
(Chorus)
আমাদের সামনে যে সীমাহীন পথ চলা
সুদুরের মাঞ্জিল যাত্রা
সাহস আর শক্তিতে বলীয়ান হওয়া চাই
চাই জীবনের নয়া মাত্রা
পৃথীবির এইটুকু জয় পরাজয়
সফলতা ব্যর্থতা শেষ কথা নয় x2
আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই x2
হে রাসুল.........
বুঝিনা আমি
রেখেছো বেঁধে মোরে কোন সূতোয় তুমি
জানিনা গোপনে
কেমন করে
হৃদয়ে গড়েছো প্রেমের বলয়
তোমারি নামে আনন্দে দুলি
তোমারি নামে দুনিয়া ভুলি
কী যাদু রাখা এই নামে তে
খোদারও পরশে যে নাম আরশে
নাম মুহাম্মাদ শুধু মধুময়
স্বার্থবিহীন ছিলে চিরদিন
তুমি ইনসাফের প্রতীক
কুল আলমের শ্রেষ্ঠ নিয়ামাত
তুমি যে প্রাণের অধিক
তুমি প্রিয়তম আমিনা নন্দন
কুল মুসলিমের হৃদয় স্পন্দন
তুমি বিনে সবি অন্ধকার
থাকিতে দেহে প্রাণ
তোমারি সম্মান
দেবোনা দেবোনা লুটাতে ধুলোয়.....
৫
আল্লাহকে যারা বেসেছে ভালো
দু:খ কি আর তাদের থাকতে পারে
যারা লয়েছে মুখে কোরানের বাণী
হতাশা কি আর তাদের থাকতে পারে।।
সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে
জানাতো আছে তাদের সবার কত যে হবে লড়তে
জীবনের সব পিছুটান তাই হেরে যায় বারে বারে
দুঃখ কি আর .........
মায়ের আদর বোনের হাসি
সংসার সুখ প্রিয়ার ও মুখ
সব ছেড়ে চলে অজানার পথে
শত বেদনার স্মৃতি বয়ে যায়
মুখে যোদ্ধার হাসি
জীবন বাজি রেখেছে যে তারা মরন দিয়েও সুখ
আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ
শহীদি মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে
দুঃখ কি আর .........
-চৌধুরী গোলাম মাওলা-
৬