আল্লাহ যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন

এক রাজার এক চাকর ছিল চাকরটা সবসময় যেকোন অবস্থাতেই রাজাকে বলত, “রাজা মশাই, কখনো মন খারাপ করবেন না কেননা আল্লাহ যা করেন তার সবকিছুই নিখুঁত সঠিক এবং আল্লাহ যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন
 একবার রাজা সেই চাকর সহ শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও, ততক্ষণে রাজা তার একটা আঙুল হারান। রাগে- যন্ত্রণায়-ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্য করে বলেনআল্লাহ যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না।
চাকর বলল, “এতকিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলব আল্লাহ সবসময়ই ভালো সঠিক কাজই করেন; কোনো ভুল করেন না এবং যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন

 এরপর একদিন রাজা তার চাকরসহ আবার শিকারে বের হলেন।বনের মধ্যে দিয়ে কিছুদূর হাটতেই একটি গর্তে চাকরটি পড়ে গেলে রাজা উপহাস করে বললো আল্লাহ যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন এবং তোমার জন্য যা করেছেন তা তোমার মঙ্গলের জন্যই করেছেন।রাজার এই কথা শুনে তখন চাকরটি বললো এরমধ্যে হয়তবা আমার কোন মঙ্গল নিহিত আছে যেটা আাম জানি না কিন্তু আমার আল্লাহ জানেন ।চাকরটির এইরূপ উত্তর শুনে রাজা রেগে গিয়ে বললো এবার এই গর্তে একা একা পড়ে থাকো দেখি তোমার আল্লাহ তোমাকে কিভাবে সাহায্য করে আর কিভাবে মঙ্গল করেন।
চাকরকে ফেলে বনের মধ্যে শিকারে চলে গেল। গহীন বনের ভিতরে যেতে না যেতেই  তিনি একদল বন্য মানুষের হাতে বন্দি হলেন।বন্য মানুষগুলো  তাদের দেবদেবির উদ্দেশ্যে  সুন্দর ও নিখুঁত মানুষকে বলি দিত
সেই হিসাবে রাজা ছিল সুন্দর,তারা রাজাকে বলি দেওয়ার জন্য উপযুক্ত মনে করলো।বলি দেওয়ার জন্য সকল আয়োজন করলো শেষ মহুর্তে রাজাকে ভাল করে দেখতে গিয়ে তারা দেখল যে, রাজার একটা আঙুল নেই।বিকলাঙ্গ রাজাকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে কেউ রাজি হলো না এবং
তাই তারা রাজাকে ছেড়ে দিল।রাজা প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরোনো চাকরকে  বললো সত্যিই আল্লাহ যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন
সেদিন তুমি গর্তে পড়ে না গিয়ে যদি আমার সাথে থাকতে তবে নিশ্চয় বন্য মানুষেরা তোমাকে বলি দিয়ে দিতো।আল্লাহ তোমাকে গর্তে ফেলে দিয়ে ভা্লই করেছেন এরমধ্যেই তোমার মঙ্গল ছিল।আর আমার আঙুল যদি থাকতো তাহলে আমাকে ওরা বলি দিয়ে দিত।এখন আমি খুব ভাল করে বুঝেছি যে আল্লাহ আমার আঙুল হারানো মধ্যোই মঙ্গল রেখেছিলেন।নিশ্চয় আল্লাহ যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন